তাওসিফ মাইমুন : ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য, সম্পাদক, সহ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ৭ই নভেম্বর সকাল ৬ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। একইদিনে সকাল ১০ টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। ৮ই নভেম্বর দুপুর ২ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় নেতাকর্মীরা তাদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা করবে।
রিজভী আহমেদ বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ইতোমধ্যে পোস্টার ছাপা হয়েছে। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানান রুহুল কবির রিজভী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভবনে সংলাপে প্রধানমন্ত্রী বলেছেন কোন সভা সমাবেশে বাধা দেয়া হবেনা। নতুন করে কোন মামলা ও গ্রেপ্তার করা হবেনা। তার পরও সারাদেশে অনেক বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এবিষয়ে করণীয় নির্ধারণ করতে আমাদের দলের সিনিয়র নেতারা বসে সিদ্ধান্ত নেবেন।
বিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান , আমান উল্লাহ আমান , খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আইন বিষয়ক সহ সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।