রূপগঞ্জ বিনা মূল্যে শতাধিক গরীব দুস্থ বালকদের সুন্নতে খাৎনা ও ঔষুধ প্রদান
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জে মারুফ শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে আল-রাফি হাসপাতাল লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে বিনা মূল্যে শতাধিক গরীব দুস্থ বালকদের সুন্নতে খাৎনা ও ফ্রি ঔষুধ প্রদান করা হয়। শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় আল-রাফি হাসপাতালে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়। আল-রাফি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট কলামিষ্ট, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারুফ শারমিন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা ও গেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ¦ লায়ন মোঃ মোজাম্মেল হক ভূইঁয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, আল-রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল হালিম ভূইঁয়া, ডাক্তার নাসিম হায়দার, মোঃ মাহ্বুব উল মজিত, জহিরুল ইসলাম, রুহুল আমিন, সাংবাদিক এস এম শাহাদাত, সাইফুল ইসলাম, দুলাল ভুইয়া,আল-আমিন মিন্টু, রুবেল শিকদার, এম এস বিজয়, জিন্নাত হোসেন জনি, মাকসুদুল আলম তুষার, সুজন মিয়া প্রমুখ।
আল-রাফি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম বলেন, আল-রাফি হাসপাতাল মানুষের চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে। দুস্থ ও গরিব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ফ্রি চক্ষু শিবিরসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।