আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশি সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেন্টার গঠন

তাওসিফ মাইমুন: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়মিত সংবাদ পরিবেশন, ব্রিফিং ও তথ্য সরবারাহের জন্য বাংলাদেশে আগত বিদেশি সাংবাদিকদের জন্য পৃথক মিডিয়া সেন্টার গঠন করেছে বিএনপি।

মিডিয়া সেন্টারের দায়িত্বে থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান।

এর আগে বৃহস্পতিবার রাতে নজরুল ইসলাম খান স্বাক্ষরিত মিডিয়া সেন্টার গঠনের একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন চেয়ারপর্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

ভোটের দিন সকাল থেকে ভোটের ফলাফল সম্পন্ন হওয়া পযন্ত গুলশান ২ এর ৮৬ নং রোডের ৬ নাম্বার বাসায় মিডিয়া সেন্টারটি সক্রিয় থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।

বিদেশি সাংবাদিকদের মিডিয়া সেন্টারে এসে সংবাদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি।