আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিতর্কের ঊর্ধ্বে গাজী

#সমসাময়িক রাজনীতি

সংবাদচর্চা রির্পোট:

রাজনীতিতে নারায়ণগঞ্জের অতীত সমৃদ্ধশালী। বাংলাদেশের যে কোন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের অবদান ভুলবার নয়। কিন্তু বর্তমান নারায়ণগঞ্জের কিছু রাজনৈতিক নেতাদের কর্মকান্ডে বিতর্কের শেষ নেই। এই বির্তকে কেউ সরাসরি জড়িত আবার কেউ পরিবার বা নিজের কর্মী দাড়াঁ জড়িত হচ্ছেন।

সমসাময়িক নারায়ণগঞ্জের রাজনীতি সবচেয়ে বেশি বির্তকীত ব্যক্তি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান । তার বিতর্কীত কর্মকা-ে অতিষ্ট নগর বাসী।প্রত্যেক দিন শামীম ওসমানের কোন না কোন কর্মী অপকর্মের কারণে পুলিশের হাতে ধরা পড়ছে বা পত্রিকার নিউজ হচ্ছে।

সম্প্রতি শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে জামায়াতের সাথে কানেকশন আছে বলে মন্তব্য করেছে। শুধু তাই নয় শামীম ওসমানের মদদে আইভীর বাবা সাবেক নারায়ণগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আলী আহমেদ চুনকার সাথে জামায়াতের আমীরের একটি বিতর্কীত অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে শামীম ওসমানের বন্ধু সাবেক ফতুল্লা থানার ওসি মঞ্জুর কন্ঠ রয়েছে। এঘটনায় আইভী শামীম ওসমান কে দায়ী করেছেন এবং ওই ওসির নামে মামলা দায়ের করার কথা জানিয়েছে। বিষয় টি জেলা পুলিশের নজরে আসলে পরে ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সম্প্রতি নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন ত্বকী সাগর রুনী হত্যা কান্ড সহ নারায়ণগঞ্জের সকল খুনের সাথে ওসমান পরিবার জড়িত। আইভীর এমন বক্তব্যে শামীম পন্থীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে। আইভীর বিরুদ্ধে স্মারক লিপিতে জামায়াতের ছেলে সই রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি শহরে মাদক বিরোধী একটি অনুষ্ঠানে শামীম ওসমানের তেলবাজ সমর্থক শাহ নিজাম বলেছেন, শামীম ওসমান থাকলে প্রশাসনের দরকার হয় না। শাহ নিজামের ওই বক্তব্যে পুলিশ গত ২৯ মার্চ থানায় সাধারণ ডায়েরি করেছে। গত ১৪ থেকে ১৭ মার্চ শামীম ওসমান তার দেহরক্ষি পুলিশ কনস্টেবল মামুন ফকির কে অস্ত্র সহ অয়ন ওসমানের সাথে কক্সবাজারে ঘুরতে পাঠিয়েছিলো। তাতে প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়। গত ২৪ শে মার্চ শামীম ওসমানের দেহরক্ষীকে বদলী করা হয়েছে।

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীরু কে জামিন দেয়ার জন্য পুলিশের কাছে তদবির নিয়ে যায় শামীম ওসমান। পুলিশ মিরু কে জামিন দিলে মিরু ফের বেপোরোয়া হয়ে উঠেছে। গত ২৯ মার্চ মিরু ফতুল্লা মার্কেট মালিক মামুনুর রশিদের কাছে ২০লাখ টাকা চাঁদা দাবি করে। মার্কেট মালিক মামুন ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।
সর্বশেষ গত ১ এপ্রিল ফতুল্লা মেরিএন্ডার সনে মাদক ব্যবসার সাথে জড়িত শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর নাম উঠে এসেছে। শহর জুড়ে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। টিটু পন্থীরা নারায়ণগঞ্জ শহর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছে।
উপজেলা নির্বাচনে প্রার্থী নিয়ে বিতর্কে পড়ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তার ভাগ্নেকে ইকবাল মোল্লা আড়াইহাজার উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। দলের চাপের মুখে স্থানীয় সংসদ সদস্য বাবু আওয়ামী লীগের প্রার্থী হেলো সরকারের পক্ষে কাজ করতে হয়েছে এবং নৌকা বিশাল ভোটের ব্যবধানে জিতেছে।
বিভিন্ন সময় সাংবাদিক এবং নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিতর্কীত মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, নির্বাচন করতে টাকা পয়সা খরচ করে পোষ্টার করে লাভ কি সে টাকা ফকিরদের মাঝে বিলিয়ে দেয়াই ভালো। এছাড়া তিনি প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান কে বলেছেন উনি ওসমান পরিবারের কেউ না।

এদিকে নারায়ণগঞ্জের রাজনীতিতে বর্তমান বিতর্কের উর্ধ্বে রয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ তার উপর আস্থা রেখেছেন। তিনি নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। মন্ত্রীর পরিবারের সকল সদস্যরাই সু প্রতিষ্ঠিত। মন্ত্রীর স্ত্রী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী । তার বড় ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। তার ছোট ছেলে এফবিসিসিআইয়ের সদস্য। পুত্র বধূ বুয়েটের শিক্ষক। নারায়গঞ্জ তথা গোটা বাংলাদেশের রাজনীতি গাজী পরিবার সুপ্রতিষ্ঠিত। তাদের মধ্যে কোন বিতর্কীত কর্মকান্ড নেই।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ কে মাদক সন্ত্রাস দমনে গোলাম দস্তগীর গাজী সহযোগিতা করছেন। মন্ত্রীর কোন নেতা কর্মী মাদক সন্ত্রাসের সাথে জড়িত নেই। মন্ত্রী দুর্নীতি এবং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী গোলাম দস্তগীর গাজীর বলয়ে রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বের প্রশংসা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে দিন যত যাবে নারায়ণগঞ্জের রাজনীতি গাজী পরিবারের প্রভাব তত বৃদ্ধি পাবে।