আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয় দিবসের র‌্যালিতে না.গঞ্জ বিএনপির দুই গ্রুপের মারামারি

বিজয় দিবস উপলক্ষে র‌্যালিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই গ্রুপের মারামারি হয়েছে। সোমবার এ মারামারির ঘটনা ঘটে। জানা গেছে  মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অনুগামী শাহীন আলমকে পিটিয়েছে জাকির খানের লোকজন।

সোমবার সকাল সাড়ে ১০টায় ২নং রেল গেট এলাকা থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপির একটি বিজয় র‌্যালী চাষাঢ়া গোল চত্ত্বর বিজয় স্তম্ভের সামনে আসে। এতে নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, আইনজীবী সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, জেলার সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শাহীন আলম, জেলা মৎসজীবী দলের নেতা পারভেজ মল্লিক সহ অন্যান্যরা।

বেলা ১১টায় র‌্যালিটি চাষাঢ়া বিজয়স্তম্ভের কাছে পৌছালে জাকির হোসেনের অনুগামী কয়েকজন কর্মী যুবদল নেতা শাহীন আলমকে মারধর করেন। এসময় তার সঙ্গে থাকা অন্যজনকে মারধর করে টিশার্ট ছিড়ে ফেলে।

এ ঘটনায় বিজয়স্তম্ভের সামনে বক্তব্য না রেখে দ্রুত চলে যান সাখাওয়াত হোসেন খান সহ সিনিয়র নেতারা।

সর্বশেষ সংবাদ