নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বিজেএমসির কারখানা সমূহ অনেক পুরাতন হয়ে গেছে। দিন দিন এর উ’পাদন হ্রাস পাচ্ছে। বিজেএমসির পাটকল গুলো আধুনিকায়ন করা হবে। ইতোমধ্যে সরকার পরীক্ষামূলক ভাবে বিজেএমসির তিনটি পাটকল আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) নরসিংদী জেলার ইউনাইটেড মেঘনা চাদপুর জুট মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, পাটকলগুলো আধুনিকায়ন করা হলে উৎপাদন সক্ষমতা বাড়বে। বিজেএমসির লোকসান কমবে।
সরকার বিজেএমসির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য জোর পদক্ষেপ হাতে নিয়েছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । পাট শিল্পে কোন প্রকার দুর্নীতি চলবে না। বিজেএমসিতে যে ধরনের অনিয়ম আছে তা দূর করতে মিলগুলোকে মন্ত্রণালয় থেকে তদারকি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য তামান্না বুবলী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো: নাছিম, অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মুন্না খান সহ অনেকে।