আজ বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি প্যানেলকে ধন্যবাদ জানালো কাউন্সিলর খোরশেদ

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে বিএনপির প্যানেল সরে যাওয়ায় আইনজীবী নেতৃবৃন্দ ও প্যানেলের প্রার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন বিএনপিপন্থী আইনজীবী নেতৃবৃন্দ। এর পর পরেই নির্বাচন কমিশনারদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা।

আইনজীবীদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আওয়ামী শাসনামলে নির্বাচন প্রক্রিয়ার মৃত্যু ঘটেছে। জাতিয় নির্বাচন থেকে শুরু করে সকল পর্যায়ে নির্বাচনকে কুক্ষিগত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিও এর বাইরে নয়। তবুও গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ ও পরবর্তীতে সরে আসায় আইনজীবীদের ধন্যবাদ জানাচ্ছি।

এসএএইচ/এসএএইচ