আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা নাসিরের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন তারাব পৌরসভা নির্বাচনে (২০২১) অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারাব পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন। বুধবার ( ৯ ডিসেম্বর) সকালে তিনি রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে থেকে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, গত নির্বাচন আমি বিএনপির মেয়র প্রার্থী ছিলাম। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি দল আমাকে মনোনয়ন দেবে।
প্রসঙ্গত ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ দিন ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। তারাব পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি । তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ জন।