আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতারা দুই দিকে

টি.আই,আরিফ

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের যৌথসভাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সভার স্থান নির্ধারণ নিয়ে জেলা বিএনপির নেতারা দুই ভাগে বিভক্তি হয়েছে। সুত্রের খবর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ জেলা বিএনপির সভা ঢাকা করতে চেয়েছিলেন। কিন্তু তার ডাকে সারা দেয়নি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক রবি,বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন, এড. তৈমূর আলম খন্দকারসহ অনেকে। তাদের প্রশ্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভা ঢাকায় হবে কেনো?

অপর দিকে রবি নারায়ণগঞ্জে বিএনপির সভা ডেকেছে। তাতে সমর্থন জানাচ্ছে বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন, এড. তৈমূর আলম খন্দকারের অনুসারিরা। রবিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের যৌথসভা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ চায়না প্যালেস রেস্টুরেন্টে (আহসানউল্লাহ মার্কেটের ৩য় তলায়) সকাল ১১টায় হওয়ার কথা রয়েছে। দলটির একাধিক নেতা ভরচুয়ালি বক্তব্য রাখবেন। সুত্রের খবর জেলা বিএনপির একটি অংশ অনুষ্ঠানে নাও থাকতে পারে। ফতুল্লা -সিদ্ধিরগঞ্জে বিএনপির চরম কোন্দল। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনে হামলা করে দলটির একাংশ। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিবকে ছুরিকাঘাত করা হয়। তারপর থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এলোমেলো ।