আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা হাসান গ্রেফতার

বিএনপি নেতা

বিএনপি নেতা

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের কাশীপুরের আলোচিত জোড়া খুনসহ একাধিক মামলার আসামী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে শহরের বাবুরাইল মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ও একটি জোড়াখুনের মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র বিভা হাসানের স্বামী হাসান আহম্মেদ বিএনপির নেতা আব্দুল মজিদের ছোট ভাই।
ডিবির পরিদর্শক (ওসি) মাহে আলম জানান, তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় ওয়ারেন্ট রয়েছে যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।