বিএনপি না গেলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে: এরশাদ
সংবাদচর্চা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন এইচ এম এরশাদ বলেছেন বর্তমান মন্ত্রিসভায় আমাদের যে তিনজন মন্ত্রী রয়েছেন তারা সহ আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হতে খুব শিগগিরই মন্ত্রিপরিষদ থেকে একযোগে পদত্যাগ করবো।
শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এরশাদ বলেন, পদত্যাগ করার ব্যাপারে আমরা ইতোমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করেছি। চূড়ান্ত পদত্যাগ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
এ সময় বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘বিএনপি নির্বাচনে না গেলে তো নির্বাচন বন্ধ হবে না। তাদের না যাওয়ায় কিছুই যায় আসে না। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি নির্বাচনে যায়, বিএনপি না গেলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।
’ খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিল জামিনযোগ্য। তার পরেও আমি জামিন পাইনি। হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও আমাকে সংসদে আসতে দেওয়া হয়নি। পৃথিবীর কোনও দেশে কোনও নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোনও নজির নেই।’
এরশাদ বলেন, ‘আমরা আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছি। আশা করছি সেখানে পাঁচ লাখ মানুষের সমাবেশ হবে। আমরা দেখাতে চাই জাতীয় পার্টি কতটা শক্তি সঞ্চয় করেছে। আগামীতে আমরা জনগণের রায় নিয়ে এককভাবে ক্ষমতায় যেতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষকে দেখানো আমরা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। বাকিটা সমাবেশেই বলবো।’