আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বিএনপি-জামায়াত রাজনীতিতে বাধা সৃষ্টি করছে’

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বিএনপি-জামায়াত রাজনীতিতে বাধা সৃষ্টি করছে। আগামী সংসদ নির্বাচনে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে।

মেয়র আরও বলেন, আমরা জাতির পিতার আদর্শে রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ খুব শক্তিশালী। মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যুবমহিলা লীগের নেতাকর্মীদের নিজের মেয়ের মতো ভালোবাসেন। তাদেরকে উৎসাহ প্রদান করেন।

শনিবার (২৩ এপ্রিল) বিকালে রূপসী গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র হাছিনা গাজী এসব কথা বলেন।

এসময় রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা , কাঞ্চন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মিনারা আক্তার, তারাব পৌরসভার কাউন্সিলর মাহফুজা আক্তারসহ বিভিন্ন ইউনিটের যুবমহিলালীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।