আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি জনগণের চিকিৎসা সেবা হরণ করছে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

বিএনপি জামায়াত ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে দেশের দারিদ্র জনগৌষ্ঠীর বিনা মূল্যে চিকিৎসা সেবা হরণ করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা। পিতার পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৬ সালে  বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা গ্রহণের  মাধ্যমে সারা দেশে  কমিউনিটি ক্লিনিকের মাধ্যম বিনামূল্যে দরিদ্র জনগৌষ্ঠীর চিকিৎসা সেবা চালু করে। বিএনপি জামায়াত জোট ২০০১ সালের পহেলা অক্টোবর আইএসআইয়ের সহায়তা প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে জনগণের বিনামূল্যে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়। বিএনপির মধ্যে কোন মানবতা নেই। ওরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে ।

বুধবার (২২ মে ) রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার পুষ্টি সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।শেখ হাসিনার নেতৃত্বে দেশে বর্তমান মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলো দুঃখী মানুষের সেবা করে যাচ্ছে। মন্ত্রী সেবার নামে বেসরকারি হাসপাতাল গুলোতে রোগী হয়রানির শিকার না হয় সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, লায়ন মোজাম্মেল হক,তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা প্রমুখ।