আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি

বিএনপির স্মারকলিপি

বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে  স্মারকলিপি দিয়েছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগসহ বিএনপির কেন্দ্রী ঘোষিত ৭ দফা দাবি ও ১২টি লক্ষ্য উল্লেখ করা হয়।

বুধবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের নিজস্ব কক্ষে  বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক রাব্বি মিয়ার হাতে একটি স্মারকলিপি তুলেদেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিষ্টার পারভেজ আহমেদ, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সরকার হুমায়ূন কবির, রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমানসহ আরো অনেকে।

স্মারকলিপি প্রদানকালে এড. সাখাওয়াত হোসেন খান জেলা প্রশাসকে বলেন, সামনে তফসিল ঘোষনা হবে। এই সময়ে আমরা আপনাদের কাছে নিরপেক্ষ আচরণ দাবি করবো। আজকে পুলিশ বাদী হয়ে আমাদের বিরুদ্ধে প্রায় ২৫টা মামলা করেছে। এই সবগুলো মামলা তদন্ত করলে দেখা যাবে, কোন ঘটনাই ঘটে নাই, মিছিল-মিটিং কোন কিছু নাই। অথচ, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই রকম হলে নির্বাচনে অংশগ্রহন করাটা তো আমাদের পক্ষে দুঃসাধ্য হবে। আপনি জেলার প্রশাসনের প্রধান, তাই আপনার কাছে আমাদের আবেদন, আপনি আমাদের এই বিষয়গুলো দেখবেন। আমরা চেষ্টা করবো যাতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ ও সুন্দর থাকে।

এ সময় জেলা প্রশাসক রাব্বি মিয়া বিএনপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারটি আমি দেখবো।