আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তাপ,প্রস্তুতি নিচ্ছেন আঙ্গুর

টি.আই.আরিফ

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে। দলটির নেতারা বলছেন, ঢাকার মহাসমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানো হবে। দেয়া হবে নতুন কর্মসূচি। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খাঁন আঙ্গুর। তিনি নেতাকর্মীদের নিয়ে ইতোমধ্যে একাধিক বর্ধিত সভা করেছেন। সুত্রের খবর দলের প্রবীন এবং নবীন নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদের দাবি, ১১ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। যদিও এ বিষয়ে দলের সিনিয়র নেতারা কোনো মন্তব্য করতে চাননি। ফলে বিভাগীয় সমাবেশের আলোচনা ছাপিয়ে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি ১০ ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশ কর্মসূচি।
এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।