রাজনৈতিক প্রতিবেদক
জরুরী বৈঠকে বসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। হঠাৎ কেন্দ্রীয় এমন জরুরী সভাকে ঘিরে নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কেনো হঠাৎ এমন সভা তা পরিস্কারভাবে জানা না গেলেও একটি সূত্র নিশ্চিত করেছে, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে লন্ডন থেকে দিক নির্দেশনামূলক বার্তা দেয়া হবে।
জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা । বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের মূল বিষয়বস্তু গণমাধ্যমে উপস্থাপিত না হলেও আজ বেলা ১১টায় এ বিষয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হঠাৎ কেন্দ্রীয় এমন তৎপরতার বিষয়ে নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতাকর্মী জানায়, দীর্ঘসময় কারাগারে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন আদেশ আটকে রেখেছে। আর তা দেশের সাধারন মানুষ থেকে শুরু করে সকলেই জানে। এ বিষয়ে দলের হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী সবসময় কাজ করেছে দেশের প্রত্যেকটি জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এতে আশাস্বরূপ কোন ফল না পাওয়াতে এখন লন্ডন থেকে আন্দোলনের বিষয়ে তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা মূলক বার্তা দিবেন। আর তা অনুযায়ী কেন্দ্র থেকে সারাদেশে একযোগে কর্মসূচী পালন করা হবে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেই মোতাবেক কর্মসূচী পালন করা হবে।