বিএনপির নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই, সঠিক সময়েই নির্বাচন হবে :বাণিজ্য মন্ত্রী
জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বাংলাদেশে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। সারা দেশে নিরীহ জনগনকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে ছিল।
শুক্রবার সকাল ১১টায় ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বানিজ্যমন্ত্রী আরোও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে ধ্বংশ করে ফেলবে। বিএনপি প্রকাশ্যে মসজিদের মুয়াজ্জিমের চোখ উঠিয়ে ফেলেছে। বিএনপি বিভিন্ন জায়গায় মা-বোনের ইজ্জত কেরে নিয়েছিল সেই ৭১ সালের পাকিস্তানি হানাদার বাহীনির মত করে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না যেয়ে জালাও পোড়াও করে বাংলাদেশেকে দারিদ্র মুক্ত রেখে দারিদ্র যুক্ত করে ছিল।
তিনি আরও বলেন, নির্বাচন সঠিক সময়েই হবে এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। বর্তমান ক্ষমতাশীন দলের অধীনেই নির্বাচন হবে এই বাংলার মাটিতে। মানুষের জীবন, দেশ জাতীকে বাচাঁনোর দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর তারাই যা বুঝে তাই করবে। যদি আবার বিএনপি একবার ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে দেশে যে কি হবে তা আপনারাই ভাল জানেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সহ ইউনিয়ন আওয়ামীলীগ অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।