সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ বিএনপির একজন খাঁটি এবং প্রভাবশালী নেতা আতাউর রহমান আঙ্গুর। একই সাথে তিনি নারায়ণগঞ্জ-২ আসনে তিনবার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি। কিন্তু ২০০৭ সালের ওয়ান এলেভেনের পরে তিনি ষড়যন্ত্রের শিকার হন। তিনি কখনই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যাননি। এবার তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী।
জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চেয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তার পোস্টার ঝুলছে। যে পোস্টার দেখে বিএনপির কর্মী সমর্থকরা খুশি হয়েছে। তার সমর্থকরা জানান তিনি জেলা বিএনপির সভাপতি হলে কর্মীরা আরো সক্রিয় হবে। হয়রানি এবং যড়যন্ত্রের পরেও তিনি দল ছেড়ে যাননি।