টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনার দোয়া মাহফিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে দলটির সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। টাঙ্গাইল ৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত রবিউল আওয়াল লাভলুর সন্ত্রাসী বাহিনী সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যেগে আয়োজিত দোয়া মাহফিলে বাঁধা দেয়। তাদের বাঁধায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করতে পারে নি বিএনপি নেতাকর্মীরা।
অভিযোগ আছে, রবিউল আওয়ালের সমর্থক বাদল মিয়া, জনি ও বাবু শিকদারের নেতৃত্বে স্থানীয় কয়েকজন দোয়া মাহফিলে গিয়ে হট্টগোল করেন। রবিউল আওয়াল লাভলুকে না ডাকায় দোয়ার আয়োজন বন্ধ করতে বলেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর সম্ভাব্য প্রার্থী লাভলুর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোর করে নেতাকর্মীদের বের করে দেন।
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, দলীয় প্রধান বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সারাদেশের মতোই নাগরপুর উপজেলা বিএনপির দিক নির্দেশনায় সলিমাবাদ ইউনিয়নে দোয়ার আয়োজন করা হয়। তবে, দোয়া করা সম্ভব হয়নি। অনুষ্ঠানের আগ মুহূর্তে কিছু উচ্ছৃঙ্খল কর্মী বাঁধা সৃষ্টি করে।
স্থানীয়রা এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সারাদেশ বেগম খালেদা জিয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হলেও নাগরপুর বিএনপিতে সেটি নেই। মনোনয়ন ঘোষণার পর থেকেই দলের ঐক্য নষ্ট হয়েছে। বিভক্তির কারনে দলীয় প্রধানের সুস্থ্যতা কামনা করে দোয়ার আয়োজন বন্ধ করা দুঃখজনক।
উল্লেখ্য রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন স্থানীয়রা। মনোনয়ন পাওয়ার পর থেকেই তারা বেপরোয়া হয়ে উঠেছেন। ক্ষমতা প্রদর্শন ও ভয়ভীতি দেখাচ্ছেন দলীয় নেতাকর্মীদের। কয়েকদিন আগে রবিউল আওয়াল লাভলুর সমর্থকরা জুয়েল সরকারের সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।

