সংবাদচর্চা রিপোর্ট:
বিআরটিসি’র নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী এসি বাসের চাষাড়া কাউন্টার ভাঙচুর করে সরিয়ে দেওয়ার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ জেলা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘সরকারি একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া মানে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। যারা রাষ্ট্রবিরোধী এই কাজের সাথে যুক্ত ছিলো পুলিশ কেন সেই চাঁদাবাজ, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। সেই চাঁদাবাজদের নাম গণমাধ্যমে এসেছে সেই নামগুলো জানার পরেও তাদের গ্রেফতার করে নাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমমনার সভাপতি দুলাল সাহা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা নারী সংহতির সভাপতি পপি রাণী সরকার প্রমুখ।