আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিআরটিএ’র জাল সনদ, গ্রেপ্তার ১

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর ধানমন্ডি থানা থেকে বিআরটিএ’র নামে জাল ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন জাল সনদপত্র তৈরি চক্রের ১ (এক) প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২০ জানুয়ারি ধানমন্ডি আবাসিক এলাকায় ভিআইপি হাট নামক বাড়ির নীচ তলার গার্ডরুম থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ নুরুল আলম(৪৫)কে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের জাল কাগজপত্র, নকল সিল, জাল লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। র‌্যাব জানান, সে বিআরটিএ থেকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন, অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামী জানায়, মোটরসাইকেল রেজিষ্টেশন করতে ১৮ হাজার টাকা , প্রাইভেটকার লাইসেন্স করতে ১ লক্ষ ৩৫ হাজার টাকা, রুটপারমিট-২ হাজার টাকা, ফিটনেস প্রদান করতে ২ হাজার টাকাসহ কারো লাইসেন্স হারিয়ে গেলে সে লাইসেন্স নতুন করে তৈরি করে দেওয়ার কথা বলে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিত। গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মোঃ নুরুল আলম(৪৫) এর নিকট হতে বিপুল পরিমানে বিআরটিএ কর্তৃক পুলিশ সুপার বরাবর তদন্ত প্রতিবেদন ফরম, ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম (বিভিন্ন নামীয়), মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফরম, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন ফরম, বিভিন্ন ব্যাংকের মানি রিসিভ, পেশাদার চালকের লাইসেন্সের জন্য আবেদন ফরম, বিআরটিএ বিভিন্ন কর্মকর্তার নকল সিলসহ জালিয়াতের কাজে ব্যবহৃত কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।