আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে অপকর্ম চালাতো সন্ত্রাসী রফেত আলী

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকার অপরাধ জগৎতের ডন মোফাজ্জল হোসেন চুন্নুর অন্যতম সহযোগি রফেদ আলী (৪০) তার নিজ বাড়ি ও আশপাশ এলাকায় সিসি ক্যামেরা লাগিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। গত বুধবার বিকেলে মাদক বিক্রি করাকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তার কাছ থেকে ৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রফেত আলী ফতুল্লা লামাপাড়া এলাকায় আসন আলীর ছেলে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোল্লা টুটুল জানান, গত বুধবার বিকালে গোপন সংবাদে জানা যায় অস্ত্র ও মাদক বিক্রেতা রফেদ আলীর বাসায় বড় ধরনের মাদকের চালান এসেছে। অভিযান পরিচালনা করে ৪০ পিছ ইয়াবাসহ রফেদ আলীকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে এর আগে রফেত আলীর সদস্যরা সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পেয়ে মাদক সরিয়ে নিয়েছে।

এসআই আরো জানান, রফেদ আলী লামাপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার একটি বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডে একাধিক মামলা রয়েছে ।