দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কমেছে না। প্রতিদিন বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। শুক্রবার দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বমোট ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ২৬৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে।
গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫৮ জন করোনা রোগী সুস্থ হলেন।