আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাসা থেকে ১২টি মাথার খুলি, দুই বস্তা হাড় উদ্ধার

অনলাইন রিপোর্ট: ময়মনসিংহে একটি বাসা থেকে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। সেসঙ্গে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকার একটি বাসা থেকে খুলি ও হাড় উদ্ধারসহ ওই ব্যক্তিকে আটক করে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা পুলিশ।শনিবার দিবাগত রাত ২টায় ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকার একটি বাসা থেকে খুলি ও হাড় উদ্ধারসহ ওই ব্যক্তিকে আটক করে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা পুলিশ।

কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফারুক হোসেন জানায়, গত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তখন বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে। উদ্দ্যেশে ছিল এসব হাড় বিদেশে পাচার করা।