সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ শহরে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কাজির সহযোগী এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত ওই নারীর নাম হেলেনা বেগম (৩২)। তিনি বন্দর উপজেলার রূপালী এলাকার বাসিন্দা।
বুধবার ৩রা ফেব্রুয়ারি সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তোলা হলে ওই নারীর আইনিজীবি জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন,
জেলা কাজি সমিতির সভাপতি ইসমলাম মিয়া বলেন, আড়াইহাজার থানার হাইজাদী ইউনিয়নের আলমীর কাজি বলিয়ম বই এনে অপ্রাপ্ত কিশোর-কিশোরীদের বিয়ে করিয়ে দেন ওই নারী। নিজেকে কাজির সহযোগী পরিচয় দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, কাজির সহযোগী পরিচয় দিয়ে ওই নারী অপ্রাপ্ত কিশোর-কিশোরীদের বিয়ে দিতেন। সেই অভিযোগে তার নামে মামলা করেছেন জেলা কাজি সমিতির সভাপতি ইসমলাম মিয়া। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।