নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে আওয়ামীপন্থী আইনজীবীরা ভোট দিয়েছে । ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ৮ টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। এবার মোট ভোটার রয়েছে ৯২২ জন। বিএনপিপন্থী আইনজীবীদের এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে না। তাদের আসন গুলো ফাঁকা রয়েছে। ভোটার উপস্থিতি খুবই কম। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছিলো ৫১ জন প্রার্থী। ইসির প্রতি অভিযোগ এনে গতকাল বিএনপিপন্থী আইনজীবীরা ভোট বর্জন করেছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছে অ্যাড. আখতার হোসেন। ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা এসেছে। তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে।