আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবু’র বাবুগিরি খতম

সংবাদচর্চা রিপোর্ট:
জামার বোতাম খুলে বুক ফুলিয়ে চলেছেন অনেক দিন। কাউকেই তিনি পাত্তা দিতেন না। নিজেকে ভাবতেন রাজা। আর ভাববেননা কেন, সবজায়গায়ই তার অন্যরকম আসা যাওয়া ছিলো। কতিপয় রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা তাকে সমীহ করতেন বেশ। তাদের ক্ষমতায় তিনি নিজেকে খুব ক্ষমতাবান ভাবতেন।

সেই ক্ষমতায় প্রতিদ্বন্দ্বিদের দাবিয়ে রাখতেন। তবে এবার হাতে হাতকড়া পড়েছে নারায়ণগঞ্জের ডিশ ব্যবসার গডফাদার খ্যাত আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবুর।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ডিশ ব্যবসা নিয়ন্ত্রনে রাখতে বাবু মহল্লা ভিত্তিক অনেক ব্যবসায়ীকে নানাভাবে নাজেহাল করেছেন। তাসনীম জেবিন বিনতে শেখ যখন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তখন বাবু ফতুল্লার মাসদাইর ও মুসলিমনগরের দুই ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত করান। ওই সময়ে দুই ব্যবসায়ীকে মোটা অংকের টাকা জরিমানা করা হয়। কিছু দিন আগে একজন সাবেক কাউন্সিলরের সাথে ঝগড়ার সূত্র ধরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিলো বাবু।

ব্যাংকের লাইন ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সাথে কথা কাটাকাটির খবর শুনে বাবু দিনে দুপুরে পিস্তল উঁচিয়ে গুলি ফোটান। পাইকপাড়া এলাকার একাধিক ব্যক্তি জানান, বাবু খুব ধুর্ত লোক। সে টাকা খরচ করে সবাইকে ম্যানেজ করতে চায়। কেউ তার কথা না শুনলে নানাভাবে হয়রাণি করে। একজন জানালেন, কাউন্সিলর হওয়ার পর বাবুর বাবুগিরি আরও বেড়ে গেছে। সে প্রকাশ্যে ধুমপান করে। এমনকি কোন অনুষ্ঠানে মঞ্চেও ধুমপান করতে দেখা গেছে তাকে। গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে তার অফিসে এইচএসসি পরীক্ষার্থীদের নারী অভিভাবকদের সামনে জামার বোতাম খুলে সিগারেট ফুকতে দেখা গেছে বাবুকে। এ নিয়ে অনেকে বিব্রত হলেও প্রকাশ্যে কিছু বলেনি তারা।

একজন প্রবীণ রাজনীতিক জানান, বাবু একজন প্রভাবশালী এমপির ঘনিষ্ঠজন। গ্রেপ্তারের পর বাবুকে ছাড়াতে ওই এমপি এসপি অফিসে গিয়েছিলেন। বাবু মাসে মাসে ওই এমপিকে মোটা অংকের টাকা দেয়। তার প্রভাবে বাবু মানুষকে মানুষ মনে করতো না। পাশাপাশি প্রশাসনের কিছু লোকের সাথেও তার দহরম মহরম ছিলো।

তবে এবার বেকায়দায় পড়েছে বাবু। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে অনেকে। একাধিক মামলাও হয়েছে। স্থানীয় আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যাচ্ছে বাবুর পরিবার। কেউ কেউ বলছেন, খুব সহজে ছাড়া পাবে না বাবু। কেউ বলছেন, এবার বাবুর বাবুগিরি খতম।