আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবা হত্যা বিচারের দাবীতে রাস্তায় শিশু সন্তানেরা

সংবাদচর্চা অনলাইনঃ

শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার নিহত চঞ্চল হত্যার প্রধান আসামি এবং মাদক ব্যবসায়ী আরবের ফাসির দাবীতে শিশু সন্তান নিয়ে রাস্তায় মানববন্ধন করেন স্ত্রী ময়না। এসময় তারা চঞ্চল হত্যার সাথে জড়িত মিরাজ হোসেন ও আনোয়ার হোসেনের গ্রেপ্তারের দাবী জানান।

মঙ্গলবার ৩০জুন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ব্যানারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহতের স্ত্রী ময়না কান্না জরিত কন্ঠে বলেন, আমার ছোট ছোট দুই টা বাচ্চা তাদের বাবা হারিয়ে এতিম হয়েছে, তারা আর কোন দিন বাবর আদর পাবে না। আমার সন্তানদের যারা এতিম করেছে আমি তাদের ফাঁসি চাই। তারা যেন কোন দিন ছাড়া না পায়।

চঞ্চলের ভাই জানান,আমার ভাই সব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। আমাদের এলাকায় মাদক ব্যবসায় বাধায় দেয়ায় গত ১৪ মার্চ দুপুরে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আরব তার ভাই মিরাজ এবং আনোয়ারসহ আরো কয়েকজন মিলে চঞ্চলকে মারধর করে। তারা আমার ভাইয়ের মাথায় ইট দিয়ে থেঁতলে দেয়। শরীরের ঘারে আঘাত করে। পরে তাকে খানপুর হাসপাতালে নেয়া হলে ওই খান থেকে ঢাকা পাঠানো হয়। ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দের মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ১ মে তিনি মারা যান।

প্রসঙ্গত, এ ঘটনায় চঞ্চলের ভাই মনির ১৪ মার্চ বাদী হয়ে একটি মামলা করেন। যার মামলা নম্বর ৩৪। ২১ জুন চঞ্চল হত্যা প্রধান আসামি আরবকে দেওভোগ এলাকা থেকে গ্রেপ্ততার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আরব শহরের বাবুরাইল এলাকার নুরুল হুদা ওরফে বদুর ছেলে। পরিবার এবং এলাকা বাসির একটাই দাবী তারা চঞ্চল হত্যার সঠিক বিচার চান।

এসময় উপস্থিত ছিলেন, দেওভোগ মার্কেট কমিটির সভাপতি ফারুক হাওলাদার, নিহত চঞ্চলের বড় ভাই আবুল কালাম, ফারুক, বাবুল, বিল্লাল, রহমান, খোকন সহ এলাকার সর্বস্তরের মানুষ।