আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবা মাকে গুলি করে হত্যা করেছে সন্তান

যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে ১৪ বছরের এক কিশোর।

মঙ্গলবার দেশটির আলাবামা অঙ্গরাজ্যে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তকারীদের কাছে পরিবারের সদস্যদের খুন করার দায় স্বীকার করেছে ওই কিশোর। পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হচ্ছেন ওই কিশোরের বাবা, সৎ মা ও ভাই-বোন।

নিহত পাঁচজনের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা বাকি দুইজনকেও মৃত ঘোষণা করেন। তবে কি কারণে ওই কিশোর তার পরিবারের সদস্যদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।