সংবাদচর্চা রিপোর্ট:
নবনির্বাচিত যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া বাপ্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। ২৯ এপ্রিল রাতে তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার সন্তানদের সুপ্রতিষ্ঠিত করেছে। তার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানাই। গাজী গোলাম মর্তুজা পাপ্পা এবং গাজী গোলাম আশরিয়া বাপ্পী তারা দুই ভাই আমাদের নারায়ণগঞ্জের গর্ব। আমি তাদের আরোও সফলতা কামনা করছি। যমুনা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গাজী গোলাম আশরিয়া বাপ্পীকে অভিনন্দন জানাচ্ছি।
প্রসঙ্গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের ৩৮১তম বোর্ড সভায় সর্বসম্মতিতে গাজী গোলাম আশরিয়া বাপ্পী চেয়ারম্যান নির্বাচিত হয়।