আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলার মানুষ শোষিত বঞ্চিত থাকবে না:প্রধানমন্ত্রী

বাংলার মানুষ শোষিত বঞ্চিত

বাংলার মানুষ শোষিত বঞ্চিত

সংবাদচর্চা ডটকম:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মানুষ শোষিত বঞ্চিত থাকবে না ।বঙ্গবন্ধু একটি প্রদেশকে রাষ্ট্রে পরিণত করেছে।সারা জীবন নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন।দুঃখের বিষয় বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করা হয়।

শনিবার জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন,আমাদের চেয়ে বঙ্গবন্ধু বাংলার মানুষকে বেশি ভালোবাসতেন।ছাত্রজীবনে বঙ্গবন্ধু তার সহপাটিদের ছাতা সহ বিভিন্ন জিনিস দান করতেন।শিশুদের  ভালোবাসতেন।একটি শিশুও পথ শিশু থাকবে না।সরকার শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে আমরা দুই বোন বিদেশে ৬ বছর রিফিউজির মত বসবাস করছি।বঙ্গবন্ধু খেলাধুলা পছন্দ করতে আমরা স্কুল পর্যায়ে বিভিন্ন ধরণের খেলা চালু করছি। গ্রাম অঞ্চলের হাড়িয়ে যাওয়া খেলাধুলা সংরক্ষণের জন্য বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করছি।