আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত

সংবাদচর্চা ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামীলীগের ছাত্রসংগঠন  বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘ছাত্রলীগের কর্মকাণ্ডকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ মে রোজ শুক্র ও শনিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি আগামী ২৪ এপ্রিল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর এবং ২৯ এপ্রিল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ