আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার অান্ত‌রিক প্র‌চেষ্ঠায় বাংলাদেশ অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে: মেয়র হা‌সিনা গাজী

বাংলাদেশ অর্থ‌নৈ‌তিক
  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অান্ত‌রিক প্র‌চেষ্ঠায় বাংলাদেশ অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে: মেয়র হা‌সিনা গাজী
 বাংলাদেশ অর্থ‌নৈ‌তিকসংবাদচর্চা ডটকম:
নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকায় রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কে র‌্যালী বের করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগ, তারাবো পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। র‌্যালীটি রূপসী এলাকার রূপসী নিউমডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালীতে প্রধান অতি‌থি হি‌সে‌বে  উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হাসিনা গাজী। এ সময় মেয়র হাসিনা গাজী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অান্ত‌রিক প্র‌চেষ্ঠায় বাংলাদেশ অর্থ‌নৈ‌তিক উন্নয়‌নের দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌প্নের সোনার বাংলা গড়‌তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম ম‌ফিজ, অা‌নোয়ার হো‌সেন ও লায়লা পারভীন, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, রূপসী নিউম‌ডেল স্কুল এন্ড ক‌লে‌জের অধ্যক্ষ মঞ্জুর রহমানসহ অ‌নে‌কে।