চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে এক টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে টি-২০ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ওই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ঢাকায়। এরপর চট্টগ্রামে যাবে ত্রিদেশীয় ওই সিরিজ। ফাইনালে আবার ফিরবে মিরপুরে।
আফগানিস্তান আগামী ৩০ আগস্ট বাংলাদেশে আসবে। বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে তারা। চট্টগ্রামে টেস্ট হবে ৫ থেকে ৯ সেপ্টেম্বর। জিম্বাবুয়ে দল বাংলাদেশ সফরে আসবে ৮ সেপ্টেম্বর। বিসিবি একাদশের বিপক্ষে ১১ তারিখে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ তারিখে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। পর দিন আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। মাঝখানে দুই দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ তারিখে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে মুখোমুখি হবে। পরদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর মিরপুরে হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।