আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বহিষ্কার হচ্ছে ডালিম-সেলিম

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ও কালাপাহাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সাংসদের নির্দেশ অনুযায়ী তাদেরকে বহিস্কার করছে জেলা আওয়ামী লীগ । গতকাল এ তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। তিনি বলেন , আড়াইহাজারে যারা নৌকার বিপক্ষে কাজ করছে তাদের দল থেকে বহিস্কার করা হবে। ইতোমধ্যে দুইজনের বহিস্কারের বিষয় চূড়ান্ত হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফায়জুল হক ডালিম। সে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরজন হলেন সাতগ্রামে নৌকার বিদ্রোহী প্রার্থী মো: সেলিম।

উল্লেখ্য সাতগ্রামে নৌকা প্রতীকে লড়ছেন অদুদ মাহমুদ, কালাপাহাড়িয়ায় লড়ছেন সাইফুল ইসলাম স্বপন। আগামী ২৬ ডিসেম্বর এসব ইউপিতে ভোট গ্রহণ।
স্থানীয় সূত্রমতে, কালাপাহাড়িয়া ও সাতগ্রামে সবচেয়ে হাইভোল্টেজ নির্বাচন হবে।