আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বস্ত্র ও পাট মন্ত্রীর নিজ গ্রামে ঈদ উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট:

বুধবার(৫ই জুন) সারাদেশে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নিজ গ্রামের রূপসী মীর বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন । নামাজ শেষে তিনি বিভিন্ন রাজনীতৈক ব্যক্তি, সাধারণ মানুষসহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ,  ইসলাম শান্তি এবং আনন্দের ধর্ম। রূপগঞ্জ বাসীর পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা । ঈদ মোবারক। এবার ঈদ সবার সুখে শান্তিতে কাটুক এবং সবার মঙ্গল বয়ে নিয়ে আসুক সেটাই কামনা করি।

মন্ত্রীর সাথে ঈদ জামাতে অংশ নেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম,  রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান,আওয়ামীলীগ নেতা ফিরুজ ভুইঞা , আলহাজ হাবিবুর রহমান,রূপগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপনসহ আরও অনেকে।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ