আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে দেখা করলেন চন্দন শীল

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সঙ্গে গতকাল সৌজন্য স্বাক্ষাত করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে তার দেখা হয়। এসময় এ দুই নেতা একে-অপরের খোঁজ নেন। শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাদের মধ্যে সাংগঠনিক আলোচনা হয়। দলকে আরও শক্তিশালী করার কথা হয়। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান ভুঁইয়াসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চেয়ারম্যান চন্দন শীলকে গাড়িতে তুলে দেন।

প্রসঙ্গত ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন। এর আগে জেলা আওয়ামীলীগের সম্মেলন। চলতি মাসের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ । এত সব আয়োজন নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ। চলছে নানা বিচার, বিশ্লেষণ। পদ প্রত্যাশীরা বসে নেই। জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদ নিয়েও নানা সমীকরণ। জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারী পদ নিয়ে দলের ভেতরে-বাইরে কথা হচ্ছে।