রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার রসুলপুর এলাকার কয়েল ব্যবসায়ী জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ এক কোটি ২৫ লাখ টাকা ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত টাকা বস্তায় ভরা হয় । এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। মঙ্গলবার রাত আড়াইটায় ঐ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির মালিক জামাল হোসেন ও তার দুই সহযোগী মোস্তফা (৩৫) ও মানিক (৩৪) কে আটক করে পুলিশ।