আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্তমান রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে সাবেক রাষ্ট্রপতির চিঠি

বর্তমান রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে

বর্তমান রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে

সংবাদচর্চা রিপোর্ট:

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন সম্পর্কে আলোচনা করার জন্য বুধবারের মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিতে মেজর মান্নান একটি প্রতিনিধিদল নিয়ে নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনার জন্য ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়েছেন।