আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্ধুদের সাথে প্রতিযোগিতা হতো কার সালামি কত বেশি-এড. সাখাওয়াত

সংবাদচর্চা রিপোর্ট :
ঈদ মানে একে অপরের সাথে মিলন মেলা। হাজারো ব্যস্ততার মাঝে এই মিলন মেলায় একে অপরের সাথে সামিল হওয়ার দিন। আর এই ঈদকে উদযাপন নিয়ে দৈনিক সংবাদচর্চার সাথে এক সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এড.সাখাওয়াত হোসেন খান বলেন, ঈদ সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। ঈদের নামাজ শেষে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করবো। এছাড়াও ঈদে মা, তিন ভাই ও দুইবোন সহ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ কাটে ।

ঈদের কেনাকাটার প্রসঙ্গে সাখাওয়াত বলেন, কেনা কাটা সব শেষ। আমি ঈদের কেনাকাটা করি না কেনা কাটা করে আমার অর্ধাঙ্গিনী। তবে আমার জন্য পায়জামা পাঞ্চাবি কিনেছে।

ছোটবেলার ঈদ আর বর্তমানে ঈদ উদযাপনের মধ্যে অনেক পার্থক্য বলে মনে করেন সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ছোটবেলায় পাড়া/মহল¬ায় ঈদের দিন কাবাডি, নৌকাবাইচ এর মতো অনুষ্ঠানের আয়োজন করা হতো যা এখন আর সে ধরণের আয়োজন চোখে পড়ে না।

ঈদ সালামির মজার স্মৃতিচারণ করে আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, ছোটবেলায় বাল্যবন্ধুদের সাথে প্রতিযোগিতা হতো কার সালামি কত বেশি। আমি বরাবরই এগিয়ে থাকতাম, সালামির জমানো টাকা নিয়ে ঈদের পরের দিন বিভিন্ন স্থানে বন্ধুরা মিলে ঘুরতে বেড়িয়ে পড়তাম, সে স্মৃতিগুলো মনে করে এখনও মনে পড়ে।
এবারের ঈদে রাজনৈতিক প্রসঙ্গে সাখাওয়াত বলেন, দেশে আজ সুশাসন নাই, অসংখ্য নেতাকর্মী এখনও জেল হাজতে, অনেকে একাধিক মামলায় জামিন হাজিরা দিতে দিতে দিশেহারা, জামিনের প্রাপক হয়েও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী জামিন পাচ্ছেন না। দেশের মানুষ আজ অস্তিরতায় ভুগছে। কৃষকরা ধানের মুল্য পাচ্ছেনা। তারা ফসলে আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়াও দেশে হত্যা গুম থেমে নেই।

এসময় পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন,প্রত্যেকের পরিবার নিয়ে ঈদ সুন্দরভাবে উদযাপন করুক, সবার ঈদ আনন্দে কাটুক এই কামনা করি।