আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে গুণিজন সংবর্ধনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মীর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। এসময়  প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নুরু উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি গণমাধ্যম কর্মীরা  উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সিএনএন বাংলা টিভির নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সচেতন পত্রিকার সিনিয়র রিপোটার এস এম শাহিনসহ ২২জন গুণিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ