সংবাদচর্চা রিপোর্ট :
বন্দর ধামগড় ইউনিয়নে শ্রীরামপুর বড় ব্রীজ হতে ভূইয়া বাড়ি পর্যন্ত রাস্তাটি অনেক দিন ধরে বেহাল দশায় থাকলেও দেখার যেন কেউ নেই। ভাঙ্গা এই রাস্তায় এখন মানুষ রিকশা, ভ্যানগাড়িতে চলতে পারে না। হেঁটে যেতেও পোহাতে হয় দুর্ভোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায় এক কিলোমিটার রাস্তাটি চারপাশ ভেঙ্গে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। অনেক দিন ধরে এ রাস্তার কোন সংস্কার হচ্ছেনা বলে জানান স্থানীয়রা। ফলে রাস্তার দুইপাশের ইট সরে গিয়ে মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গার মাটি সরে যাওয়ায় রাস্তা দিয়ে রাতের অন্ধকারে চলাচলের অযোগ্য হয়ে গেছে।
পূর্বে রিক্সা বা ভ্যানে করে যাতায়াত করতে পারলেও এখন সাইকেল নিয়ে চলাচল করতে কষ্টকর হয়ে পড়ছে। বৃষ্টিতে রাস্তা কাঁদা হয়ে পা পিছলে গিয়ে প্রায়ই দূর্ঘটনার স্বীকার হচ্ছেন এলাকাবাসী। এ বিষয়ে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম আহমেদ কে দৈনিক সংবাদচর্চা অফিস থেকে একাধিকবার ফোন দেওয়া হলে ও তিনি ফোনটি রিসিভ করেননি।