সংবাদচর্চা রিপোর্ট:
বন্দরে পরিবেশে বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের অধিন জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ ২নং মাদবপাশা এলাকার এ দিবস অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল কাদের। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টি ও নিরাপদ খাদ্য। খাদ্য উৎপাদনে বহির্বিশ্বে আমাদের অনেক সুনাম রয়েছে। কিন্তু আমরা ছোট খাটো অসচেতনতায় আমরা বিষযুক্ত ফসল উৎপাদন করছি। যা ক্রমশই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অতএব আপনারা সরকার নির্দেশনা অনুযায়ী বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে উৎসাহী হন।এতে আপনি ও আপনার দেশের মানুষেই উপকার হবে।
তিনি আরো বলেন, দেশে উৎপাদিত ফসলের ২৫-৪০ ভাগ সংগ্রোহত্তর পর্যায়ে নষ্ট হয়। এ ক্ষতির ১০ভাগও যদি কমানো যায় তাহলে দেশের খাদ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে। আমি বিশ্বাস করি আমাদের কৃষি সংশ্লিষ্টরা এ দায়িত্বও পালন করবে।
বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম জহিরুল হক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জয়নাল আবেদীন, উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল হাসান, আব্দুর রউফসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।