আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দর উপ-নির্বাচনে মনোয়নপত্র দাখিল

সংবাদচর্চা রিপোর্ট: বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনের মনোয়নপত্র দাখিল শুরু হয়েছে।  ২৬ ফেব্রুয়ারী বুধবার বিকেলে মেম্বার প্রার্থী সাব্বির আহাম্মেদ উৎসব মুখর পরিবেশে তিনি উপজলা নির্বাচন অফিসের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ২৯ মার্চ বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ জানুয়ারি বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ইউসুফ আলী মৃত্যুতে ওয়ার্ডের জনপ্রতিনিধি পদটি শূন্য হয়।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো: সাইবুর রহমান সাংবাদিকদের যানান, বন্দর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী ধার্য করা হয়েছে।। ১ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও আগামী ২৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।