আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ আটক-১

বন্দর প্রতিনিধি:

র‍্যাব -১১ সিপিএসসি আদমজীনগরের টহল দল অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবা ট্রাবলেটসহ রবিউল হাসান (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার চাঁনপুর খালপাড়স্থ আলমগীরের ভাড়াটিয়া বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-১১ ডিএডি/ পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুল আলম বাদী হয়ে আটককৃত মাদক কারবারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল আলম চাঁদপুর জেলার উত্তর মতলব থানার রায়েরকান্দী এলাকার রফিক মিয়ার ছেলে। সে র্দীঘ দিন ধরে বন্দর উপজেলার চাঁনপুর খালপাড়স্থ আলমগীর মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।