নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বন্দরে ৬টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির সদস্য শিখন সরকার শিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, লাঙ্গলবন্দে টিনের ঘেরাও দিয়ে তৈরি ছোট ছোট ছয়টি মন্দিরের ১২টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে শনি ও রোববার যে কোনো সময়।
ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি আবুল।
মামলার বাদী শিখন বলেন, শনিবার বিকাল ৪টার দিকে লাঙ্গলবন্দ রক্ষাকালী ও বিগ্রহ মন্দিরের কালী প্রতিমা এবং রোববার রাতে কাল ভৈরব মন্দির, শীতলা মন্দিরসহ ছয়টি মন্দিরে ১২টি প্রতিমা ভাঙা পান স্থানীয়রা। পরে স্নান উদযাপন কমিটির অন্য সদস্যদের সঙ্গে কথা বলে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।