আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে রং মিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জের বন্দরে চতুর্থ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রি শুক্কুর মোল্লা (৫৫) নিহত হয়েছেন।রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় পুরান বন্দর এসএস শাহ রোড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত রং মিস্ত্রি শুক্কুর মোল্লা শরিয়তপুর জেলার গোসাইর ঘাট থানাধীন ছয়গাঁও গ্রামের মকবুল কবিরাজের ছেলে।

জানা গেছে, বন্দর ইউনিয়নস্থ পুরান বন্দর সরদার বাড়ীর মৃত সরাফত আলী মিয়ার ছেলে মো. ছালে আহাম্মেদের ৪র্থ তলা বিল্ডিংয়ের ছাদের বাউন্ডারি দেয়ালের রংয়ের কাজ করছিল ছালেনগর এলাকার রং মিস্ত্রি মুজিবুর মিয়া, মতিন, শুক্কুর মোল্লাসহ ৩/৪ জন রং মিস্ত্রি। ৪ তলা বিল্ডিংয়ের ছাদের বাউন্ডারি বাইরে শূন্যে কোন নিরাপত্তা বেষ্টনী না দেয়ায় বাঁশের কঞ্চি সরাতে গিয়ে হটাৎ ফসকে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে রং মিস্ত্রি শুক্কুর মোল্লা বিদ্যুতের মোটা তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। খবর পেয়ে বন্দর থানার এসআই মোহাম্মদ আলী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দর থানায় এখনও কোন মামলা হয় নাই।