আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে যুবকের লাশ উদ্ধার

বন্দরে চড়ধলেশ^রী নদীতে অজ্ঞাত এক যুবক(৩২) লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বিকেলে সাড়ে ৩টায় এ মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাত যুবকের লাশ তল্লাশীর সংবাদে উৎসুক শতশত জনতা নদীরপাড়ে ভীড় জমায়। কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সংবাদে লাশ উদ্ধার অভিযান পরিচালনা করেন ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরী মোঃ খায়েরসহ উদ্ধারকর্মীরা।

পুলিশ সুত্রে জানা যায়,বন্দর কলাগাছিয়া চড়ধলেশ^রী নদীতে গোসলের উদ্দেশ্যে অজ্ঞাত এক যুবক পানিতে ডুব দেয়। পরে নদীর ধারে এমভি নাহাতাজ-০ বাল্কহেড’র লস্কর মোঃ আরিফুল ইসলাম দেখতে পায় গোসল করতে নামা যুবকটি নদীর পানিতে হাবুডুবু খেয়ে গভীর পানিতে নিমজ্জিত হয়ে তলিয়ে যায়। পরে সে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশকে খবর দিলে তারা দীর্ঘক্ষন খোজাখোজি করে ব্যর্থ হয়। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোস্তাফিজুর রহমান বন্দর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারাও ঘটনাস্থলে এসে তল্লাশী চালিয়ে কোন সন্ধান পায়না। এরপর ঢাকা ফায়ার ফায়ার সার্ভিসের ডুবুরী মোঃ খায়েরের নেতৃত্বে উদ্ধার কর্মীরা চড়ধলেশ^রী নদীতে দেড় ঘন্টা প্রচেষ্ঠার পর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত মরদেহের কোন পরিচয় পাওয়া যায় নাই।

সর্বশেষ সংবাদ