আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে যুবককে পিটিয়ে হত্যা

বন্দরে রনি (৩০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে প্রথম রনিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।  এব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম সংবাদচর্চা কে জানান, শনিবার রাতে রনিকে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা বন্দর রেললাইনের পাশে ফেলে রেখে যায়। পুরান বন্দর এলাকার সালাউদ্দিন পলাশের ছেলে রনি  । কি কারণে রনিকে হত্যা করা হয়েছে তা জানা যায় নি।

ওসি আরো জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া জানা গেছে  নিহত ব্যবসায়ী রনির প্রথম  জানাযার নামাজ বাদ মাগরিব পুরান বন্দর চৌধুরীবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।  ২য় জানাযা মুখফুলদি সরকারি মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে  সাবদী কবরস্থানে তাকে দাফন সম্পর্ন করা হয়।

সর্বশেষ সংবাদ