আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে মায়ের বিরুদ্ধে ছেলের পাল্টা সংবাদ সম্মেলন

সংবাদচর্চা রিপোর্ট:

বন্দরের নবীগঞ্জে মায়ের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ছেলে তানভীর আহমেদ সোহেল। শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে বন্দর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মায়ের সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন ফরিদা বেগম।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলন করে মায়ের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, ‘আমাদের পারিবারিক জমিজমা নিয়ে নিজেদের মধ্যে মত বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলমান। আদালত যে রায় দিবে তা আমি মেনে নেব। আর আমাদের জমি আমার নামে নয় এর পাওয়ার দেয়া আছে আমার বড় ভাই জাপান প্রবাসী শফিউর রহমান ভেনটির নামে। আমার মা আমার নামে ১ শতক জমিও দেয়নি বা আমি কোন দলিল করে নেইনি। তার পরেও কতিপয় ইন্ধনদাতাদের প্ররোচনায় আমার মা আমারে ও আমার বন্ধু কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা কথা বলে সাংবাদিকদের কাছ থেকে সহমর্মিতা নেয়ার চেষ্টা করেছে মাত্র। আমার ধারণা কোন অপশক্তি বা জামাত-বিএনপির কোন লোকের প্ররোচনায় কথিত সংবাদ সম্মেলন করেছে আমার মা। যাতে কাউন্সিলর দুলাল প্রধানকে হেয় করা যায়।

বন্দর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারভীর আহম্মেদ সোহেল, তার ভগ্নিপতি আনোয়ার হোসেন, স্ত্রী সায়মা আহম্মেদ, চাচাতো বোন শারমীন আমীর, চাচা রাশেদুল কবির প্রমুখ।